নগরকান্দায় পুলিশের উপর হামলার অভিযোগে আ.লীগ নেতা বুলবুল সরদার গ্রেপ্তার

Sep 16, 2025 - 00:31
 0  3
নগরকান্দায় পুলিশের উপর হামলার অভিযোগে আ.লীগ নেতা বুলবুল সরদার গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় পুলিশের উপর হামলার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতা বুলবুল সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং ডাঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার সাইফুজ্জামান বুলবুলকে গ্রেপ্তার করে নগরকান্দা থানা পুলিশ।

নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সরদার সাইফুজ্জামান বুলবুলের বিরুদ্ধে পুলিশের উপর হামলার পৃথক দুটি অভিযোগ এবং স্থানীয় সাংবাদিককে হুমকি, এলাকাবাসীর উপর জুলুম নির্যাতন, জোরপূর্বক জমি দখলসহ একাধিক অভিযোগ রয়েছে।

এ ছাড়া, আওয়ামী লীগ সরকারের আমলে খাল দখল, মাটি বিক্রি, এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে আধিপত্য বিস্তার করা এবং বর্তমানে এলাকায় নিরীহ অসহায় মানুষের উপর জুলুম নির্যাতন করা, জমি দখলসহ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

নগরকান্দা থানার ওসি রেজাউল করিম বলেন, পুলিশের উপর হামলার পৃথক দুটি ঘটনায় পৃথক দুটি অভিযোগে সরদার সাইফুজ্জামান বুলবুলকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow