ফেসবুকে মাশরাফির মৃত্যুর গুজব, যা জানা গেল
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তাজার ভুয়া মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
সেই খবরে দাবি করা হয়েছে, দুবাইতে গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। পরে সেই দাবিটি সত্য নয় বলে জানিয়েছে রিউমার স্ক্যানার।
সঠিক কোনো তথ্য কিংবা প্রমাণ ছাড়াই এই দাবিটি প্রচার করা হয়েছে। নির্ভরযোগ্য কোনো তথ্য-প্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে।
দেশের বেশকিছু সংবাদমাধ্যমও বিষয়টি নিয়ে অনুসন্ধান করলে, ফেসবুকে ছড়িয়ে পড়া ফটোকার্ডে দেওয়া তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি।
গেল বছরের ৫ আগস্টে ছাত্র-জনতা গণভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর নড়াইলের সাবেক সংসদ সদস্যকে জনসম্মুখে একবারের জন্যেও আর দেখা যায়নি।
চলমান বিপিএলে তার মাঠে নামার কথা ছিল সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তবে ফিটনেসের ঘাটতিতে মাঠে নামা সম্ভব হয়নি তার।
What's Your Reaction?