শপথ গ্রহণ অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে নাচলেন ডোনাল্ড ট্রাম্প

Jan 21, 2025 - 07:53
 0  1
শপথ গ্রহণ অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে নাচলেন ডোনাল্ড ট্রাম্প
স্ত্রী মেলানিয়ার সঙ্গে নাচলেন ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে স্ত্রী মেলানিয়ার সঙ্গে নাচের মঞ্চে দেখা গেলো ডোনাল্ড ট্রাম্পকে।

ইন্যাগিউরাল কমান্ডার-ইন-চিফ বল-এ স্ত্রী মেলানিয়াকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে নাচতে দেখা যায়। এ সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্সকেও নাচতে দেখা যায়।

ট্রাম্প শিবিরের সমর্থক ও সহযোগীরা তিনটি বল ড্যান্স কনসার্টের আয়োজন করেন। এর মধ্যে দুটি অনুষ্ঠিত হয় ওয়াল্টার ই. ওয়াশিংটন কনভেনশন সেন্টারে। অপর অনুষ্ঠানটি ছিল সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক সদস্যদের উদ্যোগে, যা অনুষ্ঠিত হয় ন্যাশনাল বিল্ডিং মিউজিয়ামে।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে থেকে জানা যায়, ডোনাল্ড ট্রাম্পের নতুন মেয়াদের শুরু উদযাপন করতে তিনটি বল ড্যান্স অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার (২০ জানুয়ারি) রাতে স্ত্রী মেলানিয়াকে নিয়ে এসব অনুষ্ঠানে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প। অনুষ্ঠানগুলো ‌প্রেসিডেনশাল ইন্যাগিউরাল বল নামেও পরিচিত। মূলত মার্কিন প্রেসিডেন্টের নতুন মেয়াদের শুরু উদযাপন করতেই এই আয়োজন করা হয়ে থাকে।

ওয়াশিংটনের তিনটি স্থানে ইন্যাগিউরাল বল আয়োজন করা হয়েছে। সেগুলো হলো কমান্ডার-ইন-চিফ বল, লিবার্টি ইন্যাগিউরাল বল এবং স্টারলাইট বল।

এর মধ্যে ইন্যাগিউরাল কমান্ডার-ইন-চিফ বল-এ স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে নাচতে দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার দ্বিতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। দায়িত্ব নেওয়ার প্রথম দিনই নজিরবিহীনভাবে একাধিক নির্বাহী আদেশ জারি করেন। তার মধ্যে অন্যতম হলো সাবেক প্রেসিডেন্ট বাইডেনের ৭৮টি আদেশ বাতিল, জলবায়ু নীতি থেকে বের হওয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হওয়া, ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত প্রায় ১৬ জনকে সাধারণ ক্ষমা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow