শ্রীনগরে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে স্বামীর ২০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে স্ত্রীকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন স্বামী স্বপন চৌধুরী। ভুক্তভোগী স্বামী আইনজীবীর মাধ্যমে উপজেলার আটপাড়া ইউনিয়নের পূর্ব দেলভোগ গ্রামের নুরুল হক বেপারীর মেয়ে সেলিনা আক্তারকে এ লিগ্যাল নোটিশ প্রদান করেন।
এ বিষয়ে ভুক্তভোগী স্বামী অভিযোগ করে বলেন, আমার শ্বশুর-শাশুড়ি বিদেশে ব্যবসা করার কথা বলে আমার কাছ থেকে ২০ লাখ টাকা নেয়। পরবর্তীতে ওই টাকার আংশিক পরিশোধের জন্য আমার স্ত্রী সেলিনা আক্তার ২০ লাখ টাকার তিনটি চেক দেয় আমাকে।
ভুক্তভোগী স্বামী স্বপন চৌধুরী আরও বলেন, ২টি চেক সোনালী ব্যাংক লিমিটেডের কুকুটিয়া শাখা থেকে ইস্যু করা হলেও পরবর্তীতে ব্যাংকে গিয়ে জানতে পারি একাউন্টে টাকা নেই। আরেকটি চেক আইএফআইসি ব্যাংক লিমিটেডের শ্রীনগর শাখায় গিয়েও জানতে পারি চেকটি অপর্যাপ্ত তহবিল (Insufficient Fund) ও Instrument Tempering-এর কারণে প্রত্যাখ্যিত হয়েছে।
ভুক্তভোগীর দাবি, স্ত্রী সেলিনা আক্তার ইচ্ছাকৃতভাবে ২০ লক্ষ টাকার জালিয়াতি করেছে তার সাথে।
বাদী পক্ষের আইনজীবী দেওয়ান শিশির আহমেদ বলেন, আমার মক্কেল স্বপন চৌধুরী আমাকে বিষয়টি অবগত করলে, আমি আইনি মোতাবেক লিগ্যাল নোটিশ প্রদান করি। অভিযুক্ত আসামি সেলিনা আক্তারকে ৩০ দিনের মধ্যে বকেয়া ২০ লাখ টাকা পরিশোধ করতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?






